গুগলে এবার কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা উসকে দিলেন সংস্থার সিইও সুন্দর পিচাই। উল্লেখ্য, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে সাম্প্রতিক সময়ে বিশ্বের বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে শুরু করে অনলাইন বিপণন সংস্থাগুলো ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। এর আগেও গত সেপ্টেম্বরে কোম্পানি থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে সুন্দর পিচাই ইঙ্গিত দিয়েছিলেন।
সম্প্রতি একটি মিটিং-এ গুগলের সিইওকে ছাঁটাইয়ের ব্যাপারে কর্মীরা জিজ্ঞেস করলে তিনি বলেন, “ভবিষ্যতে কী হবে তা অনুমান করা এখনই কঠিন”। তিনি আরও বলেন, “ভবিষ্যতে কর্মী ছাঁটাই হবে কি হবে না, এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করা বা দূরদৃষ্টির ভিত্তিতে আগাম কোনো প্রতিশ্রুতি দিতে আমি অপারগ।” তাঁর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আর এই কারণেই গুগলের ভারতীয় কর্মীরাও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। যদিও সুন্দর পিচাই কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, কোম্পানি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করছে।
সূত্র – লাইভ মিন্ট
গুগলে কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত, ইঙ্গিত দিলেন সুন্দর পিচাই

মতামত দিন