বাবার স্কুলেই ছেলে ভুয়ো শিক্ষক। ভুয়ো শিক্ষকের তদন্তে বহরমপুরে সিআইডি । এক শিক্ষকের সুপারিশপত্র এবং আরেক শিক্ষকের নিয়োগপত্র জাল করে শিক্ষক হিসেবে চাকরি। এভাবে বাবার স্কুলেই চাকরি করার অভিযোগ ওঠে অনিমেষ তিওয়ারির বিরুদ্ধে। সেই মামলায় সিআইডি’কে তদন্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তভার নিয়ে শনিবার বহরমপুরে যায় সিআইডি টিম। এদিন জেলার প্রাক্তন ও বর্তমান স্কুল পরিদর্শকদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। অনিমেষ ও তাঁর বাবা আশিস তিওয়ারিকে ডাকা হলেও এদিন তাঁরা হাজিরা দেননি।
সূত্র- এবিপি আনন্দ
বাবার স্কুলেই ছেলে ভুয়ো শিক্ষক, তদন্তে সিআইডি

মতামত দিন