পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও এবার শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে। ত্রিপুরায় ১০ হাজার ৩২৩ জন শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। সামনে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে তাই আন্দোলন জোরদার করছেন ছাঁটাই হওয়া শিক্ষকরা।
চাকরিহারা শিক্ষকরা ‘১০৩২৩ মঞ্চ’ তৈরি করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে মঙ্গলবার ‘মহাকরণ অভিযান কর্মসূচি’ পালন করেন ১০,৩২৩ জন চাকরিহারা শিক্ষক। ছাঁটাই হওয়া শিক্ষকরা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহাকরণের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কুঞ্জবন এলাকার গান্ধি মূর্তি সংলগ্ন এলাকায় পুলিশ তাঁদের আটকে দেয়। অনেকেই রাস্তার ওপর বসে দাবি জানাতে থাকেন।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “আমরা সেখানে সরকারে থাকার সময়ে ওই চাকরিহারাদের জন্য বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজেছিলাম। কিন্তু এখন যারা সেখানে ক্ষমতায় তাঁরা সমস্যা মেটাতে কোন উদ্যোগ নেয়নি”। ত্রিপুরার অন্যান্য বিরোধী দলগুলিও বিজেপি সরকারের এই টালবাহানা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
সূত্র – এই সময়
ত্রিপুরায় ছাঁটাই হওয়া শিক্ষকদের আন্দোলন জোরদার হচ্ছে

মতামত দিন