নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় শিক্ষক নিয়োগ নিয়ে চরম দম্ভের পরিচয় দিলেন সেই রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন শূন্যপদ থাকলেও নিয়োগ হবে না। ত্রিপুরায় বিজেপি শাসনের সময়কালে বেকারদের অবস্থা ভয়াবহ। সোমবার দিনভর আগরতলা শহরে বিক্ষোভ প্রদর্শন করেন ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা। উল্লেখ্য, এই ১০৩২৩ জন শিক্ষক চুক্তির ভিত্তিতে ত্রিপুরার বিভিন্ন স্কুলে নিয়োগ হয়েছিলেন। তাঁদের অভিযোগ, চুক্তি আর নবীকরণ করতে চাইছে না রাজ্য সরকার। তাঁদের নিয়োগের ব্যাপারেও এবার হাত পা ঝেড়ে ফেলল ত্রিপুরা সরকার।
মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ দেখান যোগ্য চাকরিপ্রার্থীরা। তাঁরা অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশের মারও খান। কিন্তু তবুও তাঁরা দাবিতে অনড়। তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার ডাক দেন। স্বাভাবিকভাবেই এদিন ত্রিপুরার শিক্ষামন্ত্রীর এই ঘোষণা চাকরিপ্রার্থী এবং বেকারদের হতাশ করবে।
শূন্যপদ থাকলেও নিয়োগ হবে না ত্রিপুরায়, ঘোষণা শিক্ষামন্ত্রীর

মতামত দিন