অবশেষে ট্যুইটারে কর্মী ছাঁটাই স্থগিত রাখল ইলন মাস্ক। সংস্থাটি কিনে নেওয়ার পর মাস্ক ক্রমাগত কর্মী ছাঁটাই করছিলেন। মোট কর্মশক্তির ৯০ শতাংশ ছাঁটাই করার পর ভারত থেকে কর্মী নিয়োগের কথা জানিয়েছেন তিনি। ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের ফলে ভারতের যুবক-যুবতীরা হতাশ হয়ে পড়েন।
মাস্ক এই কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে ট্যুইটারকে একটি লোকসানকারী সংস্থা হিসেবে দেখান। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর পদক্ষেপের ফলে সংস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এখন মাস্ক সংস্থাটিকে ঢেলে সাজাতে চাওয়ায় কর্মী নিয়োগের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন। যদিও মাস্ক তার অন্যান্য সংস্থায় একটি কঠিন টাস্কমাস্টার হওয়ার জন্য খ্যাতি অর্জন করেছেন, তবে তিনি কীভাবে অন্যান্য ভৌগলিক অঞ্চলে বিশেষত ভারতে কোম্পানির সম্প্রসারণ পরিচালনা করবেন সেটিই দেখার।
সূত্র- এআইএম
ট্যুইটারে আপাতত স্থগিত কর্মী ছাঁটাই, ভারত থেকে নতুন ইঞ্জিনিয়ার টিম গড়ার পরিকল্পনা

মতামত দিন