সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাকড়াও করা হল দুই ভুয়ো চাকরিপ্রার্থীকে। তাঁরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। তাদের নাম প্রীতম ঘোষ ও বিষ্ণু মাহাতো।
ইন্টারভিউ দেওয়ার জন্য সল্টলেকের এপিসি ভবনে যায় প্রীতম। সেখানে প্রীতম বিষ্ণু মাহাতকে পঞ্চাশ হাজার টাকা দেয়। চাকরি পাকাপাকি হলে আরো সাড়ে চার লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল। মোট পাঁচ লাখ টাকার চুক্তি হয়। বিধাননগর আদালতে তোলা হবে দুজনকে। ধৃতদের হেফাজতে রেখে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে পুলিশ।
সূত্র- খাস খবর
ধরা পড়ল ভুয়ো চাকরিপ্রার্থী

মতামত দিন