ভিনরাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু মালদার শ্রমিকের ৷ এবার টাওয়ারের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল জেলার দুই শ্রমিকের৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন৷ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির গুরুগ্রামে৷ মৃতদেহ ফিরিয়ে আনা নিয়ে আর্থিক সমস্যায় পড়েছে পরিবার৷ মৃতের পরিবার সূত্রে খবর, এলাকায় কাজ না পেয়ে গত ২৮ এপ্রিল গুরুগ্রামের উদ্দেশে রওনা দেন মালদার বেশ কিছু শ্রমিক ৷ বিভিন্ন ব্লক থেকে তাঁরা সেখানে গিয়েছিলেন ৷
গতকাল সেখানে টাওয়ারের উপর চেপে ইলেকট্রিক তার লাগানোর কাজ করছিলেন তিন শ্রমিক ৷ দুর্ঘটনাবশত তাঁরা তিনজনই উপর থেকে নীচে পড়ে যান ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মৃতদের একজনের নাম আমিরুল শেখ (২৭)। তিনি রতুয়া-১ ব্লকের বাহারাল অঞ্চলের বাসিন্দা। অপরজনের নাম রহিম শেখ (২৯)। তিনি ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের বাসিন্দা ৷
সূত্র- টিভি নাইন বাংলা
টাওয়ারে কাজ করছিলেন, আচমকাই নীচে পড়ে মৃত্যু বাংলার ২ শ্রমিকের

মতামত দিন