আমেরিকায় প্রবল মন্দার কারনে কর্মী ছাঁটাই করেছে অনেক কোম্পানি। এবার আরও দুটি সংস্থার কর্মী ছাঁটাই হবে বলে প্রকাশ্যে এসেছে। মরগান স্ট্যানলি এবং ডিজিটাল পেমেন্ট ফার্ম স্ট্রাইপ এই দুটি সংস্থা তাদের দুর্বল চাহিদার কারণে হাজার হাজার কর্মী ছাঁটাই করবে বলে খবরে প্রকাশ। সূত্রের খবর, অনুযায়ী মরগান স্ট্যানলি ‘অপ্রয়োজনীয়’ কর্মীদের একটি তালিকা প্রস্তুত করছে। যাদের অধিকাংশই এশিয়ার কর্মী।
মুদ্রাস্ফীতির ফলে নাজেহাল হয়ে আমেরিকার বৃহৎ সংস্থাগুলির এই কর্মী ছাঁটাই নতুন নয়। এর আগেও অ্যামাজন, ট্যুইটার-সহ অন্যান্য বহুজাতিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এবং তার ফলে ভারতে এর ব্যাপক প্রভাব পড়েছে। দেশে বেকারত্বের হার মোদি জামানায় এমনিতেই আশঙ্কাজনক। তার মধ্যে আমেরিকার বহুজাতিক সংস্থাগুলির একের পর এক বিপুল কর্মী ছাঁটাই ভারতে কী প্রভাব পড়ে এখন সেটাই দেখার।
সূত্র- নিউজ ১৮ বাংলা
দুই আমেরিকান কোম্পানির ব্যাপক কর্মী ছাঁটাই, বাদ যাবেন না ভারতীয় কর্মীরাও

মতামত দিন