নিজস্ব সংবাদদাতা: দু’সপ্তাহের ব্যবধানে ফের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো ১৫০টি দোকান। গত ৬ এপ্রিল বিকালে রানিহাটিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছিল ১৫০টি দোকান। মঙ্গলবার মাঝরাতে উলুবেড়িয়া থানার চেঙ্গাইল লাডলো বাজারে আবার ভয়াবহ আগুন লাগে। যাতে ভস্মীভূত হয়েছে আরও ১৫০টি দোকান। মঙ্গলবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা। ইদের আগে এই ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের।
গোটা এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে। বারবার কেন এই আগুন? আগুন লাগার প্রায় ঘণ্টাদুয়েক পর দেখা মিলেছে দমকল বাহিনীর, এত দেরি কেন? এর পিছনে কি কোনও অন্তর্ঘাত? প্রশ্ন তুলছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ৩০ নাগাদ আচমকাই উলুবেড়িয়া থানার চেঙ্গাইল লাভলো বাজারে আগুন লাগে। দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন সংলগ্ন এই লাডলো বাজার।
ইদের আগে ভস্মীভূত ১৫০ দোকান

মতামত দিন