বিজেপির জনবিরোধী নীতির ফলে আমজনতার প্রাণ ওষ্ঠাগত। তার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে বেকারত্ব। অক্টোবরের বেকারত্বের প্রবণতা জারি রইল চলতি মাসেও। সারা দেশে বেকারত্বের হার আবার মাথা তুলল। গ্রামাঞ্চলে এই হার সর্বাধিক। গ্রামে বেকারত্বের হার পৌঁছেছে ৮.৬৮ শতাংশে। সেখানে দেশে এই হার ৮.৪২ শতাংশ। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে জাতীয় পরিসংখ্যান দফতরের ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা যায় ২০১৬-১৭ অর্থবর্ষে দেশের বেকারত্বের হার ছিল চার বছরের মধ্যে সর্বাধিক। এই হার ছিল ৬.১ শতাংশ। কিন্তু মোদি সরকার সে সময় এই তথ্য মানতে না চাইলেও নির্বাচনে বিপুল জয়ের পর ঐ রিপোর্টের সত্যতা স্বীকার করে নেয়। কিন্তু তারপর থেকে কাজের বাজার নিয়ে কোনো পরিসংখ্যান সরকারের তরফে প্রকাশ করা হয়নি। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, যদি সিএমআইই-র রিপোর্টকে মান্যতা দেওয়া হয়, তবে এখন বেকারত্বের হার সেই সময়ের চেয়েও বেশি।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
শহরের তুলনায় গ্রামে বাড়ছে বেকারত্ব

মতামত দিন