নতুন বছরের মাথায় বেকারত্বের হার দেশ জুড়ে খানিকটা কমে দাঁড়িয়েছে ৫.৫৩ শতাংশ। গ্রামে তা নেমে হয়েছে ৪.১৯ শতাংশ। তবুও কাজের অভাব এখনও চরমে। যারা পেশা বা কাজ বদলাতে চান, তারা পড়েছেন সংকটে। এরই মধ্যে চলছে ছাঁটাই। মাইক্রোসফট দশ হাজার কর্মচারী ছাঁটাই করার কথা বলেছে। ছাঁটাই করছে অ্যামাজন, ফেসবুক ও ট্যুইটার। ফলে চাহিদার তুলনায় চাকরি অনেক কম। লিঙ্কডইনের গবেষণায় উঠে এসেছে, ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে ২০২২ এর ডিসেম্বরে চাকরি দেওয়ার প্রবণতা কমেছে। এই হ্রাসের হার ২৩ শতাংশ।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
তরুণদের কাজ বদলের ইচ্ছে থাকলে বাধা হয়ে দাঁড়াচ্ছে কাজের অভাব

মতামত দিন