সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির প্রকাশিত তথ্য অনুযায়ী সেপ্টেম্বর থেকে ভারতে বেকারত্বের হার তীব্রভাবে বেড়েছে। যা কিনা দেশে অতিমারীর পর সর্বোচ্চ পর্যায় পৌঁছেছে। গণনা অনুযায়ী ১৯ ডিসেম্বর থেকে বেকারত্বের হার গড়ে ৯ শতাংশ অতিক্রম করেছে৷ মহামারীর পর এটিই দেশে বেকারত্বের সর্বোচ্চ হার।
অন্যদিকে, মঙ্গলবার ইপিএফও-র প্রকাশিত মজুরির তথ্যও প্রকাশ্যে আসে। সেই তথ্য নতুন চাকরি সৃষ্টিতে মন্থরতার ইঙ্গিত দেয়। একই সঙ্গে সার্বিক অর্থনৈতিক মন্থরতারও ইঙ্গিত দেয়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী যে মাসে কোভিড লকডাউন শুরু হয়েছিল, সেই ২০২০ সালের এপ্রিল মাসে সর্বভারতীয় বেকারত্বের হার ২৩.৫২ শতাংশে পৌঁছে যায়। যদিও এর পরে হার কমলেও ২০২১ সালের মে মাসে বেকারত্বের হার ১১.৮৪ শতাংশ উচ্চতায় গিয়েছিল৷ ১ জুলাই ২০২১ সাল থেকে তা কখনও ৯.১ শতাংশের ওপরে ছিল না৷ চলতি বছরের ডিসেম্বরে বেকারত্বের হার রেকর্ড সৃষ্টি করল।
সূত্র – ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
ভারতে অতিমারীর পর এই ডিসেম্বরে বেকারত্বের হার সর্বোচ্চ

মতামত দিন