দেশে সেপ্টেম্বরে বেকারত্বের হার কিছুটা কমলেও অক্টোবরে তা বেড়ে দাঁড়াল ৭.৭৭ শতাংশ যা গত দুমাসে সর্বাধিক। আর্থিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর মতে, দেশে শিল্পায়নের গতি শ্লথ হয়ে আছে। উপরন্তু গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজের ওপর তেমন জোর দেওয়া হচ্ছে না। ফলত কর্মসংস্থানের সুযোগ বিশবাঁও জলে।
বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ফসল কাটার কাজ চলে। তারপর শীতকালীন শস্যের জন্য বীজ বপন নভেম্বর থেকে শুরু হয়। মধ্যবর্তী সময়ে গ্রামাঞ্চলের কৃষকদের কাজ থাকে না।
তবে অর্থনীতির অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলালের দাবি অনিয়মিত বৃষ্টির জন্য চাষের কাজ ক্ষতিগ্রস্থ হওয়া এবং নতুন কর্মসংস্থান তৈরি না হওয়ার জন্যই গ্রামাঞ্চলে কাজ কমার কারণ। মহানন্দার বক্তব্য অনুযায়ী, “আশঙ্কার বড় কারণ, শহুরে শিক্ষিত বেকারদের হতাশ হয়ে কাজ খোঁজা বন্ধ করা আর উৎপাদনমুখী শিল্পে ভাটা”।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
সারা দেশে কমল কর্মসংস্থানের সুযোগ

মতামত দিন