নিজস্ব সংবাদদাতা: ভারতে শ্রমশক্তির অংশগ্রহণে মহিলাদের সংখ্যা দারুণভাবেই কমে গেছে। ১৯৯০-তে যা ছিল ৩০ শতাংশ, ২০২১-এ নেমে এসেছে ১৯ শতাংশে। বেকারত্বের সঙ্গে সঙ্গে গত ১৫ বছরে কমেছে সব চেয়ে বেশি হারে। নারী দিবসে সাধারণভাবে নারীদের ক্ষমতায়ন সম্পর্কে নানা কথা বলা হলেও বাস্তবে মহিলাদের কর্মসংস্থানের অভাব তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পক্ষে বড়ো বাধা হিসেবে চিহ্নিত হচ্ছে।
দৈনিক গণশক্তি জানিয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ২ কোটি মহিলা শ্রমশক্তির বাজার থেকে উধাও হয়ে গেছেন। হিসাব বলছে, নারী-পুরুষের ভারসাম্য ‘১’ ধরা হলে শিক্ষার ক্ষেত্রে ভারতের মেয়েরা ০.৯৬১ অবস্থানে রয়েছেন। কিন্তু কাজের ক্ষেত্রে এই মাপ ০.৩৫০।
ভারতে নারী ক্ষমতায়নে বাধা কর্মসংস্থানের অভাব

মতামত দিন