সাম্প্রতিক অতীতে আমরা বারবার দেখেছি চাকরিপ্রার্থীদের আন্দোলনে কেঁপে উঠেছে কলকাতার রাজপথ। তারই পুনরাবৃত্তি ঘটল সোমবার সকালে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলনে, ধর্মতলার কাছে ওয়াই চ্যানেলে। যদিও আগেরবারের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় নি।
প্রসঙ্গত, কয়েকদিন আগে টেট প্রার্থীরা অতর্কিতে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধর্মতলা চত্বরে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁদের তুলে দেয় পুলিশ। এক চাকরি প্রার্থী অরুণিমা পাল অভিযোগ করেন, তাঁর হাতে কামড় বসিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আগে কামড়ে দিয়েছেন অরুণিমাই। সেই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হন বিরোধীরা।
উল্লেখ্য, আন্দোলনকারীদের দাবি তাঁদের এই নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি জারি হয় ২০১৪ সালের জানুয়ারি মাসে, পরে ফের বিজ্ঞপ্তি জারি করা হয় ২০১৫ সালের ১০ জানুয়ারি। ২০১৫-তে পরীক্ষা হয় ও ফল প্রকাশ হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। পরীক্ষা, ইন্টারভিউ, ফল প্রকাশের পর প্যানেল প্রকাশ হওয়ার কথা। কিন্তু এখনও প্যানেল প্রকাশ না হওয়ায় আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, আট বছর ধরে তাঁদের কোনো নিয়োগ হয়নি।
সূত্র- টিভি নাইন বাংলা
ওয়াই চ্যানেলে চাকরিপ্রার্থীদের জমায়েত করতে দিল না পুলিশ

মতামত দিন