সিভিল সার্ভিস পরীক্ষায় অতিরিক্ত সুযোগের দাবিতে মঙ্গলবার দিল্লির পুরোনো রাজেন্দ্রনগরের বড়বাজারে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৬০-৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, কোভিড সময়কালে অনেকেই বাবা-মাকে হারিয়েছেন, তাঁদেরও কোভিড সংক্রমণ হয়েছে। তাই তাঁদের সিভিল সার্ভিস পরীক্ষায় বসার অতিরিক্ত সুযোগ দিতে হবে। বিক্ষোভ প্রথমদিকে শান্তিপূর্ণভাবে চললেও পরে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের দাবি তাঁরা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করছেন। যদিও ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল) বলেন, “পরীক্ষার্থীরা বিক্ষোভের আবেদন করেছিলেন ঠিকই, কিন্তু নিরাপত্তার কারণে সেই আবেদন বাতিল করা হয়েছে”।
পরীক্ষার্থীদের আরও অভিযোগ, পুলিশ তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেছে। এমনকী মহিলাদের মারধোর করা হয়েছে। এই ঘটনায় কিছু পরীক্ষার্থী আহত হন। পুলিশ ৪০ জন পরীক্ষার্থীকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সূত্র – দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিক্ষোভে আটক ৪০ জন

মতামত দিন