উত্তরপ্রদেশের ঝাঁসিতে সম্ভব অগ্নিহোত্রী নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা গেছে, ঝাঁসির অভিজাত এলাকায় বাবা-মা এবং এক পোষ্যর সঙ্গে থাকতেন বছর তেইশের এই যুবক। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা আনন্দ অগ্নিহোত্রী রেলের এক শীর্ষ কর্তা।
সম্ভব অগ্নিহোত্রী ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই অবস্থায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক, স্থানীয় বাসিন্দা সম্ভবের পরিবারের ফোন পেয়ে তাঁকে ঘরে খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁকে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে যুবকের মৃতদেহ। কি কারণে যুবক আত্মঘাতী হলেন তা এখনও তদন্তাধীন। পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্ত চালাচ্ছে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
ইউপিএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি

মতামত দিন