পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সেপ্টেম্বর ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিক বুলেটিন অনুযায়ী শহরাঞ্চলে বেকারত্ব সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। মহামারীর ধাক্কা সহ কেন্দ্রীয় সরকারের উদাসীনতা এর জন্য দায়ী বলে মনে করছে রাজনৈতিক মহল। দেশের শহরগুলিতে বেকারত্বের হার ছিল ৭.২ শতাংশ । যা কিনা এপ্রিল-জুন ২০২২-এর আগের ৭.৬ শতাংশ থেকে কম। এর আগে ২০১৯-এর সেপ্টেম্বর ত্রৈমাসিকে সর্বনিম্ন বেকারত্বের মাত্রা দেখা গিয়েছিল জুলাই-সেপ্টেম্বরে। যা ছিল ৮.৪ শতাংশ।
শুধুমাত্র বেকারত্বের হারের উন্নতিই চাকরির বাজারের অবস্থার জন্য যথেষ্ট পরিমাপ নয়। যখন দেশের অর্থনীতিতে চাকরি স্থবির থাকে তখন কম লোক চাকরি খোঁজার ফলে তখনও বেকারত্বের হারের উন্নতি হতে পারে। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট (এলএফপিআর) অথবা কাজ করা বা কাজ খুঁজছেন এমন লোকেদের অংশ জুলাই-সেপ্টেম্বর ২০২২-এ ছিল ৩৭.৬ শতাংশ যা কিনা ২০১৮ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে সর্বোচ্চ ছিল বলে জানা গেছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
শহরাঞ্চলে বেকারত্বের হার আশঙ্কাজনক, জানাল পিএলএফএস রিপোর্ট

মতামত দিন