নিজস্ব সংবাদদাতা: দেশে বেকারত্বের হার ঊর্দ্ধমুখী। যুবসমাজ চাকরি না পেয়ে হতাশ। এর মধ্যে খবরে প্রকাশ প্রায় ১০ লক্ষ শূন্যপদ রয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরিতে, অথচ নিয়োগ হচ্ছে না। উল্লেখ্য, এই ১০ লক্ষ শূন্যপদের মধ্যে প্রায় ২.৯৩ লক্ষ পদ খালি পড়ে রয়েছে রেলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে কর্মসংস্থানের প্রশ্নে কেন্দ্র বিশেষ কোনওভাবে উদ্যোগী না হওয়ায় যুব সমাজ বিজেপি’র ওপর ক্ষুব্ধ। যুব সমাজের নজর ঘোরাতে তাই দেশের বিভিন্ন প্রান্তে গত বছর থেকে রোজগার মেলা শুরু করেছে মোদি সরকার। কিন্তু তা সত্ত্বেও দেশের যুব সমাজের বেকারত্ব মিটবে কিনা এ প্রশ্ন থেকেই যায়।
কেন্দ্রীয় সরকারের চাকরিতে বিপুল শূন্যপদ

মতামত দিন