নিজস্ব প্রতিনিধি: অবিলম্বে পেনশন দেওয়ার দাবিতে বুধবার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা ভাটপাড়া পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ করেন। ভাটপাড়া মিউনিসিপ্যাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। আদালতের নির্দেশ সত্ত্বেও পৌরসভা তাঁদের টাকা দিচ্ছে না। বিক্ষোভকারীরা সাফ জানান তাঁদের দাবি না মিটলে আগামী দিনে পরিবার পরিজন নিয়ে পৌরসভার সামনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
ভাটপাড়ায় পেনশনের দাবিতে পৌরকর্মীদের বিক্ষোভ

মতামত দিন