আট ঘণ্টার অফিস। তার মধ্যে ছ’ঘণ্টাই কাটে বাথরুমে। আর তাই চাকরি হারালেন এক ব্যক্তি। তাঁর সহকর্মীরা দ্বারস্থ হয়েছিলেন আদালতের। সেখানেও বিশেষ কিছু লাভ হল না। আদালতও রায় দিল প্রতিষ্ঠানের পক্ষেই। ঘ
টনাটি হালের নয়। এর শুরু ২০০৬ সালে। ঘটনাস্থল চিনের এক শহর। সেখানে এক বেসরকারি কোম্পানিতে চাকরি নেন এক ব্যক্তি। সেই ব্যক্তি প্রথম কয়েক বছর কোনও অসুবিধাই ছিল না। কিন্তু প্রথম সমস্যা দেখা দেয় ২০১৪ সালে। সেই সময়ে এই ব্যক্তি, যাঁকে তাঁর সহকর্মীরা ডাকেন ওয়াং নামে, তিনি জানান, তাঁর মলদ্বারে একটি সমস্যা হয়েছে। ফলে তাঁকে বার বার বাথরুম দৌড়োতে হচ্ছে। এর পরে তাঁর চিকিৎসার বন্দোবস্ত হয়। তিনি সুস্থও হয়ে যান বলে জানিয়েছিলেন। কিন্তু তাতেও তাঁর সমস্যা কমেনি। প্রতি দিন অফিসে এসেই বাথরুমে ছুটতেন তিনি। এভাবেই গোটা বছর কাটিয়ে দেন। কোম্পানির রেকর্ড বলছে, দিনের মাথায় তিন থেকে চার বার করে বাথরুমে যেতেন তিনি। সবচেয়ে কম সময়ের জন্য যখন গিয়েছিলেন, সেটি ছিল ৪৭ মিনিটের জন্য। আর কখনও কখনও সেটি পৌঁছে যেত তিন থেকে চার ঘণ্টায়।
সূত্র- হিন্দুস্তান টাইমস
রোজ অফিসে ৬ ঘণ্টা বাথরুমে কাটানোয় চাকরি গেল কর্মীর

মতামত দিন