নিজস্ব সংবাদদাতা: শ্রমকোড শুধু শ্রমিকদের – ব্যাপার নয়। গোটা সমাজব্যবস্থাটাকে মালিকদের অধীন করে দেওয়ার উদ্দেশ্যে যাবতীয় ব্যবস্থা সংসদ মারফত নথিভুক্ত আকারে দেশের ওপর চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার। আর রাজ্য থেকে যাওয়া সাংসদরা সেগুলি দেখেও চুপ করে নীরব সমর্থন জানাচ্ছেন। রবিবার যাদবপুর আই ব্লকে আয়োজিত এক আলোচনাসভায় শ্রম কোডকে ব্যাখ্যা করে একথা বলেন সিআইটিইউ নেতা দেবাঞ্জন চক্রবর্তী।
“শ্রম কোড’র ব্যাখ্যা আর ভারতের শ্রমিকদের ওপর তার প্রভাব’, এই বিষয় নিয়ে এদিন সিআইটিইউ যাদবপুর আঞ্চলিক সমন্বয় কমিটি বাঘাযতীন আই ব্লকের শচীমাতা ভবনে আয়োজন এক করে। আলোচনাসভার এখানে কোডের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে, তার ভয়াবহ দিকগুলিকেও তুলে ধরেন দেবাঞ্জন চক্রবর্তী। কর্মক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের নানা অধিকার, তাদের আইনি প্রাপ্য, ওয়ার্কিং আওয়ার, ধর্মঘট বা কর্মবিরতির অধিকার, ওভারটাইম, ইউনিয়ন করার অধিকার, মালিকের বিরুদ্ধে দরকারমতো আইনের সাহায্য নেওয়ার অধিকার সম্পর্কিত বিষয়গুলি তাঁর বক্তব্যে তুলে ধরেন দেবাঞ্জন চক্রবর্তী। এলাকার ট্রেড ইউনিয়ন কর্মীরা ছাড়াও অনেক উৎসাহী মানুষজন উপস্থিত ছিলেন এই সভায়।
শ্রমিক-বিরোধী পদক্ষেপে নীরব রাজ্যের সাংসদরা

মতামত দিন