কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৬টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ আজ সোমবার থেকে দু’দিনের পেন-ডাউন বা কর্মবিরতির ডাক দিয়েছে। এর মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। শনিবারই সরকারি নির্দেশিকা জারি করে রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ জানিয়ে দিয়েছেন, খুব জরুরি চারটি কারণ ছাড়া কেউ আজ ও কাল কিংবা আজ বা কাল কাজে যোগ না দিলে তাঁর চাকরি জীবনে ছেদ পড়বে।
তবে সরকারের এই কঠোর মনোভাবের পরেও সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, প্রয়োজনে আইনি লড়াইয়ের পথেও হাঁটবে তারা। অর্থসচিবের নির্দেশিকাকে ‘কালা নির্দেশিকা’ বলে দাবি করে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে মঞ্চ পাল্টা আইনি চিঠি দিয়েছে।
রাজ্যের বিরোধীদের বক্তব্য, “কর্মবিরতিকে ধর্মঘট বলে ধরে নিয়ে, কর্মবিরতি বিষয়টি না বুঝেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা ডিএ থেকে তাঁদের বঞ্চিত করে সরকার যদি চোখ রাঙায়, তা হলে মানুষ তা মানবে না।”
সূত্র- এই সময়
কর্মবিরতি নিয়ে আইনি লড়াইয়ের পথে সরকারি কর্মচারীরা

মতামত দিন