চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। সংস্থাটির অফিস কলকাতার সল্টলেকে।
অভিযোগ, দেশের বিভিন্ন বিমানবন্দরে নানা পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা চাকরিপ্রার্থীদের থেকে নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিত ঐ সংস্থাটি। মূল চক্রী বিপ্লব সিনহা। তাকে আগেও কলকাতা পুলিশের বউবাজার থানা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিল। তারপর সে জামিনে মুক্ত ছিল। এবার নতুন অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশ তার খোঁজ করছে।
এই ঘটনা জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত চাকরিপ্রার্থীরা।
সূত্র- টিভি নাইন বাংলা
চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণা, বড় চক্রের সন্ধান সল্টলেকে

মতামত দিন