কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ’র দাবিতে শহিদ মিনারে অনশন ও ধর্নায় সামিল সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক নেতার বাড়িতে পুলিশি অনুসন্ধানের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ধর্নার পাশাপাশি সোম ও মঙ্গলবার দু’দিন পেন-ডাউন বা কর্মবিরতি পালিত হয়েছে আন্দোলনকারীদের ডাকে। ৩৮টি বিরোধী কর্মচারী সংগঠনের জোট সংগ্রামী যৌথ মঞ্চের তিন নেতা বিশ্বজিৎ মিত্র, তপন রায় ও অজয় সেনাপতির বাড়িতে বুধবার পুলিশ গিয়েছিল বলে অভিযোগ।
সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কেন পুলিশ আন্দোলনকারীদের বাড়িতে গিয়েছিল, তার ব্যাখ্যা প্রশাসনের কাছ থেকে চাওয়া উচিত”। রাজ্য প্রশাসনের তরফ থেকে যদিও এ নিয়ে মন্তব্য করা হয়নি।
সূত্র – এই সময়
ডিএ আন্দোলনকারীদের বাড়িতে পুলিশি তৎপরতা

মতামত দিন