বড়দিনেও রাস্তায় পশ্চিমবঙ্গের শিক্ষকপদের চাকরিপ্রার্থীরা। পরিবার থেকে দূরে এই বড়দিন উৎসবে তাঁদের মুখ ম্লান। শিক্ষকপদে নিয়োগপত্রই হল তাঁদের একমাত্র দাবি। তাঁদের বক্তব্য, সরকার কথা দিয়েছিল যে যোগ্যদের নিয়োগ করা হবে। কিন্তু এখন সেই নিয়োগ প্রক্রিয়াই বিশ বাঁও জলে। শুধু শিক্ষক পদে নয়, অশিক্ষক কর্মচারী গ্রুপ-সি এবং গ্রুপ- ডি র চাকরিপ্রার্থীদেরও একই দশা। তাঁদেরও বড়দিন কাটল রাস্তায় প্রতিবাদে-বিক্ষোভে।
সূত্র – এবিপি আনন্দ
বড়দিনেও শিক্ষক পদপ্রার্থীদের মুখ ম্লান, এখনও ধর্নায় আন্দোলনকারীরা

মতামত দিন