এতদিন ছিলেন বন্ধু এখন দুশমন!। অন্তুত এমনটাই মনে করছেন গান্ধিমূর্তির পাদদেশে বসা চাকরি না পাওয়া হবু শিক্ষকেরা। ছ’বছর অপেক্ষার পর সবেমাত্র আশার আলো দেখতে শুরু করেছিলেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। সবেমাত্র কাউন্সেলিং শুরু হয়েছিল। তার মধ্যে ১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । আদালতের এই আদেশের পরেই চাকরি প্রার্থীদের সন্দেহের তির বিকাশরঞ্জন ভট্টাচার্যের দিকে।
দীর্ঘ আন্দোলনের পর সুখবর আসে কর্মশিক্ষা, শারীরশিক্ষা বিষয়ক চাকরিপ্রার্থীদের জন্য। কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হয়। কিন্তু হঠাৎই মোড় ঘুরে যায় এই নিয়োগ প্রক্রিয়ার। আদালতে দায়ের হয় নতুন একটি মামলা। সেই মামলার জেরেই নিয়োগ প্রক্রিয়া ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত হয়ে যায়।
যদিও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান এই আইনজীবী তথা সিপিএম নেতা। তিনি বলেন, “এটা আরও একটা দুর্নীতি। খুব বড় দুর্নীতি। সরকার এখানে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের আবার ভাঁওতার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে কিছু কিছু মানুষকে আমার বিরুদ্ধে প্ররোচিত করছে। সেটা করতেই পারে। আমি তো মামলা করি না। আমরা সওয়াল করি।”
সূত্র- টিভি নাইন বাংলা
এবার সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে সোচ্চার চাকরিপ্রার্থীরা

মতামত দিন