বুধবার হাইকোর্টে বেআইনি চাকরিপ্রাপকদের হুঁশিয়ারি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন গ্রুপ-ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের মামলার শুনানিতে বিচারপতি বসু বলেন, একদল নথি তৈরি করছে, অন্যরা তার সুযোগ গ্রহণ করছে। এই দুই পক্ষের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিতে হবে। যারা উপকার পেয়েছে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পড়লে টাকাও যাবে, জেলেও যাবে। তিনি প্রশ্ন তোলেন, যারা ওএমআর শিট বিকৃত করেছেন, এবং যারা এর ফলে উপকৃত হয়েছেন, দুজনেই কি সমানভাবে দায়ী নয়?
আদালতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছেন যাদের ওএমআর শিট বিকৃত করা হয়েছে তাদের মধ্যে ১৬৯৮ জনকে সুপারিশ পত্র দিয়েছিল এসএসসি। তাদের মধ্যে ১৬৯৪ জন নিয়োগপত্র পেয়েছেন। তখন বিচারপতি বসু মন্তব্যে করেন, এই ১৬৯৮ জনকে নোটিস জারি করা দরকার।
সূত্র – এবিপি আনন্দ
বেআইনি চাকরিপ্রাপকদের কড়া বার্তা দিল হাইকোর্ট

মতামত দিন