বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোতে নবনিযুক্ত ৪৫২ জন কর্মীকে ছাঁটাই করা হল। সংস্থাটি থেকে ছাঁটাইয়ের কারণ হিসেবে কর্মীদের কাজের মানের অভাব বলে জানানো হয়েছে। উইপ্রো ছাড়াও সাম্প্রতিক সময়ে গুগল, অ্যামাজন এবং ভারতীয় পরিষেবা সংস্থা সুইগিতেও এই নতুন নিয়োগে ছাঁটাই পর্ব চলছে। ভারতীয় সংস্থাগুলি ছাড়াও বহুজাতিক সংস্থাগুলিতে ছাঁটাইয়ের প্রভাব ভারতে ব্যাপকভাবে পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ইউনিয়ন সরকারের ‘জন-বিরোধী’ নীতির ফলে এমনিতেই দেশের আমজনতা বিপাকে পড়েছেন। চাকরির বাজার সঙ্কুচিত হয়ে আছে। তার মধ্যে এই ছাঁটাইয়ের খবরে স্বাভাবিকভাবেই দেশের যুবসমাজ তীব্রভাবে হতাশ হবেন এ কথা বলা বাহুল্য।
সূত্র- মানি কন্ট্রোল
উইপ্রোতে চলছে দেদার ছাঁটাই

মতামত দিন