জবস অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, আপনা দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে গিগ অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ ৩৪ শতাংশ বেড়েছে। বাজারে স্থায়ী চাকরির অভাবেই মহিলারা গিগ কর্মী হিসেবে কাজ বেছে নিচ্ছেন।
প্রতিবেদনে দেখা গেছে যে গিগ প্ল্যাটফর্মে মহিলাদের সংখ্যা সামগ্রিকভাবে ৩৬ শতাংশ (বছরে) বৃদ্ধি পেয়েছে। প্ল্যাটফর্মে ৩৪ শতাংশ মহিলা ড্রাইভার, ডেলিভারি পার্টনার হিসাবে কাজ নিয়েছেন। এছাড়াও ল্যাব টেকনিশিয়ান, কারখানার কর্মী ইত্যাদি হিসেবেও মহিলাদের অংশগ্রহণ নজরে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের ইউনিয়ন সরকারের ‘জন-বিরোধী’ নীতি এবং লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা পুঁজিপতিদের কাছে বেচে দেওয়ার কারণে চাকরির বাজার সঙ্কুচিত হয়ে আছে। এর ফলেই মহিলারা গিগ কর্মী হিসেবে যোগ দিচ্ছেন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্র – বিজনেস ওয়ার্ল্ড
স্থায়ী চাকরির অভাবের কারণে গিগ অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে

মতামত দিন