রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার আবেদন নিবেদন করেও কোনো সমাধান সূত্র বেরোয়নি । চাকরিপ্রার্থীদের কথা কানেও তোলেননি তিনি। আর তাই অবস্থান চালিয়ে গেছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু এইবার, দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা নিজেদের অবস্থান তুলে নেবেন বলে জানা গিয়েছে। কিন্তু কী এমন ঘটল যার জন্য এই সিদ্ধান্ত তাঁরা নিলেন?
খবরে প্রকাশ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির আশ্বাস পেয়ে তাঁদের এই সিদ্ধান্ত। আন্দোলন প্রত্যাহার করা এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা আলোচনা করে দিন বাড়াতে চাইছি না। মুখ্যমন্ত্রীর কাছে বারাবার আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল নিয়োগ। তবে আমি আশ্বস্ত হয়েছি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছ থেকে, তিনি জানিয়েছেন, রায় হয়ে গেলে নিয়োগ করা হবে। আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার সাহেব। রায় দান হবে আগামী বৃহস্পতিবার। সেই কারণে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম।“
যদিও নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ধর্মতলা থেকে এই অবস্থান উঠে গেলেও বালিগঞ্জে অবস্থান চলবে বলে চাকরিপ্রার্থীরা জানান।
সূত্র- টিভি নাইন বাংলা
পর্ষদের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের

মতামত দিন