কাজ দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পেশায় আয়া ওই মহিলাকে কাজ আছে বলে বাইরে ডেকে মুখে হাত চাপা দিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। শনিবার সকালে ওই এলাকায় কুয়াশার কারণে স্থানীয় কেউ অভিযুক্তকে দেখতে পায়নি। সকালে নরেন্দ্রপুর থানায় ধর্ষণ এবং হুমকির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হবে।
সূত্র – আনন্দবাজার
নরেন্দ্রপুরে কর্মসংস্থানের অজুহাতে ধর্ষণ

মতামত দিন