নিজস্ব সংবাদদাতা: বুধবার রাতে পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলের সামনে মাটি চাপা পড়ে প্রাণ হারালেন বছর ২২-এর সলমন মল্লিক নামের এক যুবক। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার ন্যাজাটের ডেকনামারির বাসিন্দা এই যুবক কলকাতা কর্পোরেশনের ঠিকা-শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে কলকাতা কর্পোরেশনের পাইপ লাইনের কাজ হচ্ছিল। সেই সময়েই হঠাৎ ধস নামে, আর তাতেই ১২ ফুট নিচে মাটির তলায় চাপা পড়ে প্রায় ২০ মিনিট সেই অবস্থায় থাকার পর জেসিবি মেশিন এনে দেহ উদ্ধার করা হয়। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
২০২১ সালের একটি ঘটনার পরে কলকাতা হাইকোর্ট ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা পুরসভাকে। তার পরেও এমন ঘটনায় সকারের তরফে গাফিলতির প্রশ্ন ওঠে আবারও এই ঘটনায়।
কলকাতা কর্পোরেশনের কাজে মাটি চাপা পড়ে ঠিকা-শ্রমিকের মৃত্যু

মতামত দিন