দীর্ঘ প্রায় ১৫ মাস ধরে বন্ধ চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। এবার বন্ধ জুট মিল খোলা এবং শ্রমিক মহল্লায় জল ও বিদ্যুৎ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন চন্দননগরে। আর্থিক অনটনের কারণে চিকিৎসার অভাবে এবং আত্মহত্যা করে এ যাবৎ কালে জুট মিলের প্রায় ৪০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের। সে কারণে শ্রমিকদের অবিলম্বে বকেয়া প্রদানের পাশাপাশি মিল খোলার ব্যাপারে আবেদন জানানো হয় এদিন মিছিল থেকে।
মঙ্গলবার মিল খোলার দাবিতে পথে নামে গোন্দোলপাড়া মিলের শ্রমিকরা। তাঁদের একটাই দাবি অবিলম্বে মিল চালু করতে হবে। মিল চালু না হলে পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাঁদের। এর পাশাপাশি তাঁদের দাবি, শ্রমিক মহল্লাতে ২৪ ঘন্টা আলো ও জল সরবরাহ করতে হবে।
সূত্র- এই সময়
অভাব-অনটনে মরছে শ্রমিকরা, জুট মিল খোলার দাবিতে মিছিল

মতামত দিন