নিজস্ব সংবাদদাতা: শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ১০০ দিনের আটকে রাখা টাকা ছিনিয়ে আনতে ১ কোটি স্বাক্ষর-সংবলিত চিঠি পাঠানোর কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি। রবিবার নারায়ণগড় ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশোজব কার্ডধারী মানুষ চিঠি লিখেছেন। তাঁরা লিখেছেন, ‘১১ মাস ধরে কাজ করেছি অথচ মজুরির টাকা পাইনি।’ তাঁরা বহু বার বিডিওকে, জেলা প্রশাসনের কাছে, এমনকী আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে এর কারণ জানতে চেয়েছেন। তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি। প্রাপ্য টাকা দেওয়া হোক। তাঁদের বকেয়া মজুরি প্রদান করতে হবে।
এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত ধল জানান, শুধু খালিনা বুথেই কয়েকশো আ মানুষ আছেন, যাঁরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হয়েছেন। সোমবার তাঁরা এই চিঠি পঞ্চায়েত সমিতি কার্যালয়ে জমা দেবেন। সেখান থেকে ডাকযোগে শেষ দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবেন।
১০০ দিনের কাজের টাকা চেয়ে মোদীকে চিঠি

মতামত দিন