বন্ধ গোন্দলপাড়া জুট মিল খোলার দাবিতে মঙ্গলবার চন্দননগরের মহকুমাশাসকের কার্যালয় ঘেরাও করলেন শ্রমিক পরিবারের কয়েকশো সদস্য। চন্দননগর নাগরিক কমিটির নেতৃত্বে ওই কর্মসূচি নেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, এর আগে রাজ্য সরকার মিল খোলার ব্যাপারে সদর্থক পদক্ষেপের আশ্বাস দিয়েছিল। জেলা প্রশাসনের তরফে শ্রমিকদের রেল অবরোধ কর্মসূচি আটকে বৈঠকে ডাকা হয়েছিল। কিন্তু, কাজের কাজ হয়নি।
নাগরিক কমিটির সহ-সম্পাদক, সিপিএম নেতা হীরালাল সিংহ জানান, এ দিন তাঁদের সঙ্গে মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত বৈঠক করেন। শ্রমিক মহল্লায় ১৬ ঘণ্টা জল ও বিদ্যুৎ থাকছে। তা ২৪ ঘণ্টা নিশ্চিত করতে পদক্ষেপের আশ্বাস দেন মহকুমাশাসক। মিল দ্রুত খুলতে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, তাও জানানোর আশ্বাস দেন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফের মহকুমাশাসকের কাছে তাঁরা যাবেন। মিল খোলার ব্যাপারে এর মধ্যে নির্দিষ্ট কোনও পদক্ষেপ না করা হলে আরও বড় আন্দোলন হবে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
জুট মিল খোলার দাবিতে শ্রমিকদের ঘেরাও কর্মসূচি

মতামত দিন