৩০ দিনের জায়গায় ২৬ দিন। গোটা মাসে কর্ম দিনের সংখ্যা কমিয়ে শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগ। বিক্ষোভ চুঁচুড়া পুরসভায়। তবে পুরসভার বক্তব্য, অস্থায়ী কর্মীদের পাওনা ছুটি বলে কিছু নেই। এমনকি মজুরি নিয়ে কোনও সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানান চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান।
শনিবার সকাল থেকে কাজের দিন কমিয়ে মজুরি কমানোর প্রতিবাদ দেখান অস্থায়ী কর্মীরা। হুগলি চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ দেখানো হয় অস্থায়ী কর্মীদের তরফে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। চুঁচুড়া পুরসভা চত্বরে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সূত্র- এই সময়
মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগে শ্রমিক বিক্ষোভ চুঁচুড়ায়

মতামত দিন