একসময় গোটা দেশ জুড়ে নাম ছিল আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের। ছোট বড় মিলিয়ে প্রচুর কল কারখানার সমাগম ছিল এই দুটি শহরে। কিন্তু বিগত অনেক বছর ধরে ধীরে ধীরে প্রচুর কারখানা বন্ধ হতে হতে করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখানে। অল্প কিছু শিল্প ছাড়া বাকি পুরোটারই প্রায় ভগ্নদশা। এবার এরকমই আরও একটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেল কাঁকসা এলাকা থেকে।
জানা গিয়েছে, গত ৫ মাস ধরে বন্ধ কাঁকসার মিনি বাজার সংলগ্ন রাহুল স্প্রিং প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি কারখানা। এদিকে, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন কারখানার শ্রমিকরা।
সূত্র- এই সময়
বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ, উত্তেজনা কাঁকসায়

মতামত দিন