হাজার হাজার ভারতীয় তরুণ-তরুণীরা সম্প্রতি তাঁদের কর্মসঙ্কটের কারণে অনিশ্চয়তায় ভুগছেন। সম্প্রতি প্রযুক্তি কোম্পানিগুলি খরচ কমানোর অজুহাতে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। আর তারপরেই দেশের যুবসম্প্রদায় বিপাকে পড়েন।
বিগত কয়েক মাস দেশের বেসরকারি, বিশেষত প্রযুক্তি সংস্থার কর্মীদের জন্য খুবই দুশ্চিন্তার ছিল। এর কারণ হিসেবে বলা যায়, বাইজুস এবং আনঅ্যাকাডেমি প্রায় একশজন মতো কর্মী সঙ্কোচন করে। সামাজিক মাধ্যম হিসেবে জনপ্রিয় ট্যুইটার ভারতের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করে। এছাড়াও, ফেসবুক তাদের ৮৭ হাজার কর্মচারীর মধ্যে ১৩ শতাংশ কর্মচারী ছেঁটে ফেলে।
এর প্রভাব ভারতবর্ষে ব্যাপক আকার নেবে বলেই ধরা হচ্ছে। এমনিতেই দেশে বেকারত্বের হার অত্যন্ত উদ্বেগজনক তার মধ্যে বহুজাতিক সংস্থাগুলির এই সিদ্ধান্ত পরিস্থিতি জটিল করে তুলেছে।
সূত্র- বিবিসি
গণছাঁটাইয়ের মুখোমুখি হয়ে লড়াই করছেন ভারতের প্রযুক্তিকর্মীরা

মতামত দিন