ডিসেম্বরে বেকারত্বের হার বাড়ল ভারতে। নভেম্বরে বেকারত্বের হার সর্বোচ্চ ৮ শতাংশে পৌঁছেছিল। ডিসেম্বরে গত তিন সপ্তাহেই বেকারত্বের হার ছিল ৮ শতাংশের বেশি। ৪ ডিসেম্বরে শেষ হওয়া প্রথম সপ্তাহে ৮.৪ শতাংশ বেকারত্বের হার রেকর্ড করা হয়েছে। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ডিসেম্বর মাসে শহরাঞ্চলে বেকারত্বের হার ১০ শতাংশ অতিক্রম করার সম্ভাবনা নেই, তবে এর কাছাকাছি যেতে পারে।
বেকারত্বের হার ভয়াবহ বৃদ্ধি পাওয়ায় ভারতের যুবক-যুবতীরা আতঙ্কিত। এমনিতেই অতিমারীর ফলে কয়েক বছর ধরে ভারতের অর্থনীতির অবস্থা ভয়ানক খারাপ। দেশের অর্থনীতির এই বিপর্যয়ে মোদি সরকার নীরব। বেরোজগারির সমস্যা নিয়েও কেন্দ্র উদাসীন। বেকারত্বের হারের এই ওঠাপড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভারতের যুবসমাজ।
সূত্র – রেডিফ
বেকারত্বের হার আরও বাড়ল ডিসেম্বরে

মতামত দিন