২০১৯ সালে কোভিড মহামারী শুরু হওয়ায় চাকরির ক্ষেত্র অত্যন্ত সঙ্কুচিত হয়ে পড়েছিল। মহামারীর বছরগুলি বিশ্ব তথা ভারতের অর্থনীতির জন্য এক দুঃসময়। ২০২২ অর্থাৎ চলতি বছরে কোভিড-১৯ মহামারীর বিধিনিষেধ কেটে যাওয়ায় বেশিরভাগ অর্থনৈতিক ক্রিয়াকলাপ নতুন করে শুরু হবে বলে আশা করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু মন্দা, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান সঙ্কট প্রভৃতির কারণে মহামারীর ছায়া থেকে এখনও ভারতের অর্থনীতি বেরোতে পারেনি। এর সঙ্গে যোগ হয়েছে চাকরিতে ছাঁটাই যা কিনা সবচেয়ে বড় সংকট বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
সবচেয়ে খারাপ বিষয় হল প্রায় তিন বছর আগে শুরু হওয়া এই অর্থনৈতিক মন্দার প্রভাব এখনও কাটেনি। মহামারীর প্রভাব কাটলেও ২০২২ সালে অ্যামাজন এবং মেটা এই দুই বৃহত্তম প্রযুক্তি সংস্থা কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৫০টি বহুজাতিক প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ৯০ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে। এর প্রভাব ভারতের চাকরিপ্রার্থীদের ওপরও পড়বে এ কথা বলাই বাহুল্য।
সূত্র- পিপল ম্যাটারস
চলতি বছরে ৫০টি বহুজাতিক সংস্থা ৯০ হাজার কর্মী ছাঁটাই করল

মতামত দিন