শিক্ষক দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। তার মধ্যেই বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক যুবক কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তিনি মারা যান। পরিবারের অভিযোগ শিক্ষকতার চাকরি পাওয়ার জন্য এক দালালকে ৫ লক্ষ টাকা ঘুষ দিলেও আত্মঘাতী যুবকের চাকরি হয়নি। মৃত যুবকের নাম তপন দলুই।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবক ইংরিজিতে স্নাতকোত্তর। বিএড ডিগ্রিও ছিল তাঁর। এসএসসি পরীক্ষায় ওয়েটিং লিস্টে তাঁর নাম ছিল। বর্তমানে গৃহশিক্ষকতা ও চাষের কাজ করে তিনি দিন গুজরান করতেন। শিক্ষকতার চাকরি পাওয়ার জন্য লোন করে তিনি ৫ লক্ষ টাকা এক দালালকে দেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি চাকরি পাননি। এ কারণেই অবসাদে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে খবর।
সূত্র- সংবাদ প্রতিদিন
ঘুষ দিয়েও মেলেনি শিক্ষকতার চাকরি, অবসাদে আত্মঘাতী যুবক

মতামত দিন