উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন যে সম্প্রতি ঘটে চলা বেকার যুবসমাজের বিক্ষোভ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সরকার মনে করে রাজনৈতিক বিশৃঙ্খলার উদ্দেশ্য এটা করা হয়েছে। এতে জড়িত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। চাকরি দেওয়ার নামে প্রতারক চক্রের লাগাম টানতে হবে বলেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরাখণ্ডের বিজেপি সরকার যুবসমাজের পর্যাপ্ত কর্মসংস্থানে ব্যর্থ। চাকরি দিতে পারছে না তারা। তার জন্য চাকরি প্রার্থীদের বিক্ষোভকে খাটো করে দেখানোর চেষ্টা চলছে।
সূত্র – দ্য টাইমস অব ইন্ডিয়া
চাকরির দাবিতে প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

মতামত দিন