চলতি বছরে জোমাটো প্রায় ৩ শতাংশ কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিল। গত পাঁচ ট্রেডিং সেশনে ২৫ শতাংশেরও বেশি শেয়ার পতনের ফলে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সাড়ে চার বছর ধরে দায়িত্ব সামলানোর পর শুক্রবার জোমাটোর সহ- প্রতিষ্ঠাতা মোহিত গুপ্ত পদত্যাগ করেন। তিনি ছাড়াও জোমাটোর নতুন উদ্যোগের কর্তা রাহুল গানজু-সহ ইন্টারসিটি লেজেন্ডস-এর প্রধান সিদ্ধার্থ ঝাওয়ারও চলতি মাসের শুরুতে চাকরি ছেড়েছেন।
সম্প্রতি জোমাটোর আর্থিক রিপোর্ট অনুযায়ী চলতি বছর এই সংস্থাটির কনসলিডেটেড নেট লস ছিল ২৫০.৮ কোটি টাকা। এর আগের বছরের একই সময়পর্বে যদিও ৪৩৪.৯ কোটি টাকার লোকসান হয়েছিল। গত বছর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১,০২৪ কোটি টাকার আয় হয়েছিল এবং চলতি বছর তা বেড়ে ১,৬৬১ কোটি টাকা দাঁড়ালেও জোমাটোর এই সিদ্ধান্তে হতাশ তরুণ-তরুণীরা। জোমাটোর কর্মী সংকোচনের ফলে দেশের চাকরির বাজারে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্র- হিন্দুস্তান টাইমস বাংলা
এবার কর্মী ছাঁটাই জোমাটোতে, শীর্ষস্থানীয় কর্তাদের পদত্যাগ

মতামত দিন