টুইটারের পর বৃহস্পতিবার থেকে কর্মী ছাঁটাই শুরু করল মেটা। জানা গেছে, প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করবে মার্ক জুকেরবার্গ পরিচালিত এই সংস্থা। এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে ভারতে। এই গণছাঁটাইয়ের ফলে ভারতে কর্মহীন হয়ে পড়তে পারেন কয়েক হাজারও উচ্চশিক্ষিত যুবক-যুবতী।
বিশ্বের প্রযুক্তিশিল্পে এই ছাঁটাই প্রক্রিয়াকে সবচেয়ে নির্দয় ও খারাপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মেটায় চাকরিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যে কাজ হারাতে চলেছেন ভারতের অনেক তরুণ। এমনকী মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীনও বহু তরুণীকে কর্মচ্যুত হচ্ছে বলে খবর।
টুইটারের পর মেটার এই খবরে দেশ তথা বিশ্বে আলোড়ন ফেলেছে। দেশে বেকারত্ব ক্রমেই বেড়ে চলেছে এর মধ্যে উচ্চশিক্ষিতদের মধ্যে চাকরি হারানোয় ক্রমাগত বেড়ে চলেছে উদ্বেগ। এখন দেখার, দেশের সরকার কীভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।
সূত্র- বিজনেস স্ট্যান্ডার্ড
মেটার কর্মী ছাঁটাইয়ের প্রভাব ভারতে

মতামত দিন